নতুন ডিজি আসার পরদিনই স্বাস্থ্যে ২৮ কর্মকর্তা বদলি

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০

গতকাল রবিবার (২৬ জুলাই) যোগদান করেন স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম। এর পরদিনই আজ সোমবার বদলি করা হয়েছে অধিদপ্তরের বিভিন্ন পদে থাকা ২৮ জন কর্মকর্তাকে।

জানা গেছে, ২৮ কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। তবে তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ পদের কোনো কর্মকর্তা নেই। সবাই জুনিয়র পর্যায়ের চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসা কার্যক্রমকে আরো জোরালো করার জন্য তাঁদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন এক চিকিৎসাপ্রতিষ্ঠান থেকে অন্য চিকিৎসাপ্রতিষ্ঠানে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।