দেশে ফিরলেন ৮১২ বাংলাদেশি নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পৃথক দুইটি চার্টার্ড ফ্লাইটে যথাত্রমে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন ৩৯৮ বাংলাদেশি এবং সৌদি আরবের জেদ্দা থেকে দেশে ফিরেছেন ৪১৪ বাংলাদেশি। কাতার থেকে শনিবার সকাল সোয়া ৬টায় এবং জেদ্দা থেকে সকাল সাড়ে ৯ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। জানা গেছে, বৈশ্বিক মহামারি করোনায় সৌদি আরব ও কাতারে আটকা পড়েন এসব বাংলাদেশি। ফ্লাইট চলাচল বন্ধ থাকায় সৌদি ও কাতার সরকারের সহযোগিতায় শনিবার দেশে ফেরেন এসব বাংলাদেশি নাগরিক। SHARES জাতীয় বিষয়: