রোগের কাছে হার মানলেন সাংবাদিক কামরুজ্জামান গেনু নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৩:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০২০ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান খান গেনু (৫২) আর নেই। শুক্রবার (২৫ জুলাই) দ্বিবাগত রাত ১টার উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের নিজ বাড়িতে মারা যান। বিষয়টি নিশ্চিত করে নান্দাইল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শামসুজ্জামান বাবুল বলেন, সাংবাদিক কামরুজ্জামান খান গেনু প্রায় ৬ মাস যাবত পাকস্থ্যলীতে টিউমার আক্রান্ত রোগে ভুগছিলের। এই রোগে আক্রান্ত হলে প্রচুর রক্তক্ষরণ হলে তিনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েন। এ রোগে আক্রান্ত হওযার পর তিনি ঢাকা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিন্তু কিছুদিন চিকিৎসা নেয়ার পর আর্থিক সমস্যার কারনে ঠিকমত চিকিৎসা নিতে পারেনি। ইতিমধ্যেই তাকে ৩৫ ব্যাগ রক্ত দেয়া হয়। এ ছাড়াও ডায়াবেটিস রোগেও আক্রান্ত ছিলেন। তিনি আরও বলেন, সাংবাদিক কামরুজ্জামান খান গেনু দৈনিক সংবাদ, দৈনিক জাহান, ডেইলী অবজারভার নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। তিনি নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এ ছাড়াও জননেতা রফিক উদ্দিন ভূইয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্রজীবনে তিনি উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, দুই ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বলেও জানান তিনি। SHARES গণমাধ্যম বিষয়: