জঙ্গি হামলার শঙ্কায় সতর্ক অবস্থানে পুলিশ নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ করোনা মহামারী ও বন্যার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ঢাকাসহ সারা দেশে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। এদিকে জঙ্গি হামলার শঙ্কায় সতর্ক আছে, পুলিশ। তবে, এতে জনআতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। আজ শুক্রবার (৩১ আগস্ট) একটি বেসরকারি টেলিভিশনে একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সমালোচনা করছে, একটি মহল। তারা চান না, দেশ দুর্নীতিমুক্ত হোক। এদিকে গেল মঙ্গলবার (২৮ জুলাই) সদর দপ্তর থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো এক চিঠিতে বলা হয়, আইএস মতাদর্শের দেশীয় অনুসারী ‘নব্য জেএমবির’ সদস্যরা যেকোনো সময় ‘আত্মঘাতী সন্ত্রাসী হামলা’ পরিচালনা করতে পারে। এজন্য দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো টার্গেট করতে পারে জঙ্গিরা। এছাড়া বিমানবন্দর, দূতাবাস, বিশেষ ব্যক্তি, মাজারকেন্দ্রিক মসজিদ, চার্চ ও মন্দিরসহ যেকোনো ধর্মীয় উপাসনালয়ও তাদের হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। জঙ্গি হামলার শঙ্কায় সারা দেশে পুলিশের সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। SHARES জাতীয় বিষয়: