কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২০

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাজনিত কারণে কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন সব দপ্তর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তাই বুধবার (২২ জুলাই) কৃষি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. কামরুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে ২০ জুলাই (সোমবার) কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, কৃষি মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলমান বন্যায় প্রায় ৩৪৯ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে।