আগামী দু’দিনে বৃষ্টি কমবে, পরে বাড়বে নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০ গত ২৪ ঘন্টায় সারাদেশে অধিকাংশ জায়গায় হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। তবে কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী দুদিনের মধ্যে কিছুটা কমতে পারে। তবে তার পরবর্তী পাঁচদিনের শেষের দিকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। তারা বলছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়্যানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। SHARES জাতীয় বিষয়: