ভাষানটেক বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০ রাজধানীর মিরপুরে ভাষানটেকের জামালকোট বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬ টা ৪০ এ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিমেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভাষানটেক এলাকায় জামালকোট নামে একটি বস্তি রয়েছে। সে বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আমরা ১০টি ইউনিট পাঠিয়েছি। আগুনের বেগ বুঝে পরবর্তীতে আরো ইউনিট পাঠানো হবে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। SHARES সারা বাংলা বিষয়: