জমে উঠছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

ঈদের একদিন আগে জমে উঠতে শুরু করেছে রাজধানীর পশুর হাট। এরই মধ্যে আসতে শুরু করেছেন ক্রেতারা। ঘুরে ঘুরে দাম দর করছেন। করোনার কারণে বড় আকারের বেশি দামের পশুর প্রতি আগ্রহ নেই ক্রেতাদের। ছাগল ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি।

গত বছরের চেয়ে কম দামে পশু কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারা। তবে প্রত্যাশার চেয়ে কম দাম পাওয়ায় হতাশ বিক্রেতারা।

ব্যাপারীরা বলছেন, লোকসান না করার চেয়ে কম লাভে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ৭০ হাজার থেকে এক লাখ টাকার মাঝারি মানের গরু বেশি বিক্রি হচ্ছে হাটে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা ব্যাপারীদের। তবে হাটগুলোতে সরকারি নির্দেশনায় স্বাস্থবিধি মানতে ক্রেতা- বিক্রেতাদের মধ্যে দেখা গেছে অনীহা।

এদিকে হাট পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি মেয়র জানান, ২১ কোটি টাকা লোকসান হলেও স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ বছর ১০টির পরিবর্তে ঢাকা উত্তর সিটিতে ৬টি হাট বসানো হয়েছে।