করোনা মুক্ত হলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পেয়েছেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্যা বচ্চন। এদিকে মা-মেয়ের মুক্তি মিললেও এখনো মুক্তি মিলেনি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চেনর। তারা এখনো হাসপাতালেই আছেন। এক টুইট বার্তায় অভিষেক লেখেন, প্রার্থনার জন্য সকলের কাছে চীরজীবন ঋণী থাকবো। সৌভাগ্যবশত ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তারা এখন বাসায়। আমি এবং বাবা হাসপাতালেই আছি চিকিৎসাকর্মীদের তত্ত্বাবধানে। ১১ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয় বচ্চন পরিবার। উপসর্গ দেখা দেওয়াতে পরীক্ষা করানোর পর অমিতাভ ও অভিষেক বচ্চনের দেহে করোনাভাইরাস ধরা পড়ে। তারা ভর্তি হন হাসপাতালে। পরদিন ১২ জুলাই ঐশ্বরিয়া ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যর রিপোর্ট পজিটিভ আসে। তবে পরিবারের অন্যান্য সদস্যসহ অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের রিপোর্ট ছিল নেগেটিভ। SHARES বিনোদন বিষয়: