করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শিল্পী রবি চৌধুরী নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। গতকাল রবিবার (২৬ জুলাই) রাতে করোনায় আক্রান্তের খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রবি চৌধুরী। তিনি লিখেন, করোনা আমাকে ভালোবেসেছে। তাই অসুস্থতার জন্য কারও ফোন রিসিভ করতে পারছি না। সবার কাছে দোয়া চেয়ে এ শিল্পী বলেন, গানে গানে আবার দেখা হবে। দ্রুত সুস্থ হয়ে যাতে ফিরে আসতে পারি এজন্য সবার দোয়া চাই। রবি চৌধুরীর ওই পোস্টে সংগীত শিল্পী আঁখি আলমগীর লিখেছেন, আল্লাহ ভরসা। লোপা লিখেছেন, অনেক অনেক দোয়া রইল ভাইয়া। দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া কণ্ঠশিল্পী আতিক হাসান, রুবাইয়াৎ জাহান, উপস্থাপক আনজাম মাসুদ, মিরাক্কেলের আরমানসহ আড়াই শতাধিক ব্যক্তি রবি চৌধুরীকে উদ্দেশ্যে দোয়া করেছেন। SHARES বিনোদন বিষয়: