সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ সৌদি আরবসহ বিশ্বের বেশিরভাগ দেশে আজ শুক্রবার (৩১ জুলাই) উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন মুসল্লিরা। মধ্যপ্রাচ্য ও আরব দেশগুলো ছাড়াও ঈদ উদযাপনে প্রস্তুত যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ। এরই মাঝে, মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধান। করোনা মহামারির কারণে এ বছর ঈদগাহের পরিবর্তে মসজিদেই নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে অনেক দেশ। সবচেয়ে বড় মুসলিম দেশে ইন্দোনেশিয়াতে, জাকার্তার আল-আজহার মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। নামাজ শেষে, আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে, পবিত্র হজের নিয়ম অনুযায়ী, বৃহস্পতিবার মুজদালিফায় রাত কাটানোর পর আজ ফজরের নামাজের পর মিনায় ফিরে শয়তানের প্রতীকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহ্’র সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কোরবানি দেবেন তারা। ফিলিপাইন-মালয়েশিয়াতেও ঈদ উদযাপিত হচ্ছে আজ। মধ্যপ্রাচ্য, ইউরোপ আর আফ্রিকার দেশগুলোতেও ঈদ পালিত হচ্ছে আজ। মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও সরকার প্রধান। SHARES আন্তর্জাতিক বিষয়: