সাবেক সাংসদ শেখ নুরুল হক আর নেই নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ জুলাই) দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। শেখ মো. নুরুল হকের বড় ছেলে শেখ মনিরুল ইসলাম তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শেখ মো. নুরুল হক গত ৯ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে ১০ জুলাই সন্ধ্যায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থা সঙ্কটাপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে শারীরিক অবস্থান সঙ্কটাপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, শেখ মো. নুরুল হক ১৯৯৬ ও ২০১৪ সালে দুবার খুলনা-৬ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। SHARES রাজনীতি বিষয়: