মৃত্যু বেড়ে ২৯২৮, মোট শনাক্ত ২২৩৪৫৩ নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এনিয়ে মোট মারা গেলেন ২,৯২৮ জন। এছাড়া একই সময়ে আরও ২,২৭৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২,২৩,৪৫৩ জন। রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০,০৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১০,৪৪৬টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ২,৫২০ জন। মোট শনাক্ত হয়েছিলেন ২,২১,১৭৮ জন। আর গতকাল আরও ৩৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ২,৮৭৪ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,১১৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১,২২,০৯০ জন। বুলেটিন শেষে ডা. নাসিমা বলেন, সতর্ক থাকুন, সচেতন হোন। সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। SHARES করোনা আপডেট বিষয়: