মৃত্যুর ভয়কে জয় করে হতে হয় সেতু পার নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের গুরুত্বপূর্ণ খাদ্য গুদামসংলগ্ন সেতু। কলসকাঠী ইউনিয়নের সঙ্গে অন্তত চারটি ইউনিয়নের যোগাযোগের মাধ্যম সেতুটি। ঝুঁকিপূর্ণ সেতুটিতে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রাণ হাতে নিয়ে মানুষজন সেতু পারাপার হচ্ছেন। কলসকাঠী খালের ওপর সেতু নতুন করে নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে কাজ শুরুর দাবি এলাকাবাসীর। কলসকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার গাঙ্গুলী বলেন, কলসকাঠী ডিগ্রি কলেজ, কলসকাঠী বিএম একাডেমি, কলসকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কলসকাঠী সালেহিয়া সিনিয়র মাদরাসা, কলসকাঠী রেকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ ছাত্র-ছাত্রী প্রতিদিন ওই সেতু দিয়ে যাতায়াত করে। প্রায় আট বছর ধরে সেতুর ওপর কংক্রিটের পাটাতন বেহাল। তা ছাড়া সেতুটি একদিকে হেলে পড়েছে। ঝুঁকিপূর্ণ এই সেতুটি প্রাণ হাতে নিয়েই পারাপার হচ্ছে শিক্ষার্থীরা। কলসকাঠী বিএম একাডেমির প্রধান শিক্ষক দীপক কুমার পাল বলেন, কয়েক বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। খরস্রোতা খালে বালুবাহী জাহাজ চলাচল করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছিল। তাই সেতুটি নড়বড়ে অবস্থা। তার ওপর সেতু দিয়ে ভারী যানবাহন চলায় কংক্রিটের তৈরি বেশকিছু পাটাতন বিধ্বস্ত হয়েছে। বছর দেড়েক আগে ইউনিয়ন পরিষদের টাকায় বিএম একাডেমির ছাত্ররা কাঠের পাটাতন দিয়ে সেতুটি সংস্কার করে দেয়। কাঠের পাটাতনগুলো ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই বাধ্য হয়ে যাতায়াত করছেন। কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একুব আলী জোমাদ্দার বলেন, ঝুঁকিপূর্ণ সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পাঁচটি ইউনিয়নের যোগাযোগের মাধ্যম সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা নিবাহী কর্মকর্তা সরেজমিনে এসে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। কলসকাঠী খাদ্য গুদামের (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন বলেন, খাদ্য গুদামলাগোয়া ঝুঁকিপূর্ণ সেতুটির জোয়ার-ভাটার ওপর নির্ভর করে জাহাজে খাদ্য পরিবহন করতে হচ্ছে। তাই এই সেতুটি আরো উঁচু করে সংস্কার করা প্রয়োজন। নতুন করে সেতু নির্মাণ করা হলে, সেটি খাদ্য গুদাম থেকে একটু উত্তর সরিয়ে নির্মিত হলে জাহাজ চলাচলে সুবিধা হবে। উপজেলা নিবাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, কলসকাঠীর সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। সেটিতে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে। পথ না থাকায় সেতুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছেন। SHARES সারা বাংলা বিষয়: