মিথিলার ‘ক্রিস্টালের রাজহাঁস

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

আসন্ন ঈদে ছোট পর্দায় দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। ‘ক্রিস্টালের রাজহাঁস’ শিরোনামের একটি নাটক দিয়ে পর্দায় আসছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। মাসুম শাহরিয়ারের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।

ক্রিস্টালের রাজহাঁস’ নাটকে রাইমা চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশীদ মিথিলা। আর জিশা চরিত্রে ইরফান সাজ্জাদ।

নাটকের গল্পে দেখা যাবে, রাইমার শৈশব কেটেছে বিদেশে। তার শখ ফটোগ্রাফি, যা এক সময় প্রফেশন হয়ে দাঁড়ায়। এরপর থেকে আন্তর্জাতিক জিও জার্নালের জন্য নিয়মিত কাজ শুরু করেন।

নাটকের শুরুতেই দেখা যাবে, সাংবাদিকতার সাথে জড়িত থাকার কারণে অ্যাসাইনমেন্টে ঢাকার বাহিরে যান। ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। স্বামী-স্ত্রী দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। রাইমা বেঁচে গেলেও আদিব মারা যায়। আর তখনই জানা যায়, রাইমা সন্তানসম্ভবা।

অনেকেই রাইমাকে পরামর্শ দেয় সন্তানকে পৃথিবীতে না আনার। তার পুরো জীবন পড়ে আছে সামনে, কিন্তু রাইমার শাশুড়ি একমাত্র ছেলের উত্তরাধিকারী দেখতে চায়। একসময় সেই শাশুড়ি বদলে যায়। রাইমাকে দায়ী করা হয় ছেলের মৃত্যুর জন্য।

একসময় জিসানের সাথে রাইমার পরিচয় হয়। এরপর তাদের বন্ধুত্ব হয়। কিন্তু জিসান বলতে পারে না তার ভালোলাগার কথা। অন্যদিকে রাইমাও সন্তানসম্ভবা হওয়ার জন্য দূরত্বের কথা ভাবেন। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়…