ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে (৩৫) ছয় বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় এনামুল হক (৩৫) নামে আরেক যুবককে আটক করা হয়েছে। তিনি জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার জসিম উদ্দিনের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে কুট্টাপাড়া মোড়ে অভিযান চালিয়ে ছয় বোতল ফেনসিডিলসহ মাসুম ও এনামুলকে আটক করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: