জেএমবির চার সক্রিয় সদস্য গ্রেফতার নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮। বুধবার (২২ জুলাই) রাতে তাদের গ্রেফতার করে র্যাব-৮ এর বিশেষ দল। র্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতাররা হলেন- পিরোজপুরের দক্ষিণ শিয়ালকালীর মো. জিহাদুল ইসলাম (২৫), নরসিংদীর দিলারপুর গ্রামের মো. রাফী আহমেদ ভূঁইয়া (২৬), ইশ্বরদীর বাবুলচারা শাহপাড়ার মো. আল-আমিন (২২) এবং নোয়াখালীর মাদারতলীর আকবর হোসেন হৃদয় (২৩)। র্যাব-৮ জানায়, গ্রেফতার মো. জিহাদুল ইসলাম ও মো. আল-আমিন বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন এবং মো. রাফী আহমেদ ভূঁইয়া উবার/পাঠাওয়ে রাইড শেয়ার করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন।দাওয়াতি কাজ পরিচালনার জন্য গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করার কথা স্বীকার করেছেন। গ্রেফতারদের আদালতে সোপর্দ করার পাশাপাশি তাদের অন্য সহযোগীদের গ্রেফতারের চেস্টা চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। SHARES অপরাধ বিষয়: