গুঞ্জন উড়িয়ে দিলেন এমবাপ্পে

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

গুঞ্জন যেন তাদের জন্য অনেকটা অলিখিত হয়ে দাঁড়িয়েছে। পিএসজি ছাড়ছেন বলে প্রায়ই গুঞ্জন ওঠে। কিলিয়েন এমবাপ্পে এবং নেইমারকে ঘিরেই এই গুঞ্জন।

গেল ২০১৭ সালে দল বদলের বিশ্বরেকর্ড গড়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। একই বছরই মোনাকো থেকে ১৮০ মিলিয়ন পাউন্ডে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এরপরই থেকে থেকে খবর আসতে থাকে নেইমার যোগ দিচ্ছেন বার্সায়। এমবাপ্পে চলে যাচ্ছেন অন্য কোন ক্লাবে। তবে সম্প্রতি লিভারপুলে যাচ্ছেন এমবাপ্পে এমন গুঞ্জনের হাঁকডাক শোনা যাচ্ছিল বেশি।

কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। তিনি জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমেও থাকছেন পিএসজিতে।

করোনাভাইরাস মহামারীতে লিগ থেমে যাওয়ার আগে ৩০ গোল করেন ২১ বছর বয়সী এ স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া টুর্নামেন্টে অবশ্য এখনো গোল করার সুযোগ আছে বিশ্বকাপজয়ী এই তারকার।

এদিকে, আগস্টে পূর্ণ হবে ক্লাবের ৫০তম বছর। এই মাইলফলককে গুরুত্ব দিয়ে এমবাপ্পে চান নিজের সেরাটা দিয়ে খেলতে। তিনি বলেন, অন্য কোথাও যাচ্ছি না। এখানেই নিজের সেরাটা দিয়ে ট্রফি জিততে চাই।

তবে নেইমারের বিষয়ে কোন নতুন খবর নেই। পিএসজি ছাড়ি ছাড়ি করলেও তা হয়ে উঠছে না এই ব্রাজিলিয়ান তারকার। বার্সেলোনায় ফিরে যাবেন কিনা? এমন প্রশ্নে ফুটবলপ্রেমীদের হিসেব এখনো সমাধানে পৌঁছাতে পারেনি।