গাজায় ত্রাণপ্রার্থীদের ‘অমানবিকভাবে হত্যার’ ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫

অবিলম্বে গাজা যুদ্ধের অবসান চেয়েছে যুক্তরাজ্যসহ মোট ২৮টি দেশ। তারা বলছে সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ ‘নতুন করে ভয়াবহ এক পর্যায়ে পৌঁছেছে’।

যৌথ এক বিবৃতিতে ইসরায়েলের ত্রাণ সরবরাহ পদ্ধতিকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করা হয়েছে।

এতে “অসামঞ্জস্যপূর্ণ ত্রাণ বিতরণ এবং খাদ্য ও পানি চাইতে আসা বেসামরিক নাগরিকদের অমানবিকভাবে হত্যার” নিন্দা জানানো হয়েছে।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত সপ্তাহের শেষে খাবারের অপেক্ষায় থাকা একশ’রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১৯ জন মারা গেছেন অপুষ্টিজনিত কারণে।

তবে দেশগুলোর এই বিবৃতিকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েলে পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, “এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত এবং হামাসকে ভুল বার্তা দেয়।”

মিথ্যা প্রচারণা চালানো এবং ত্রাণ বিতরণ ব্যাহত করার অভিযোগে হামাসকে অভিযুক্ত করেছে ইসরায়েলের এই মন্ত্রণালয়। তারা বলছে, হামাস নতুন কোনো যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময় চুক্তিতে রাজি হচ্ছে না।

গত ২১ মাসে হামাসের সাথে যুদ্ধে গাজায় ইসরায়েলের কৌশল নিয়ে নিন্দা জানিয়ে অনেক আন্তর্জাতিক বিবৃতি দেওয়া হয়েছে। কিন্তু এই ঘোষণাটি অকপটে স্বীকার করার জন্য উল্লেখযোগ্য।