গরু কিনলে সাথে ফ্রি ১০ হাজার টাকার খাসি নিউজ ২৪ঘন্টা নিউজ ২৪ঘন্টা প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০ কোরবানির গরুর নাম ভদ্রবাবু। যার বর্তমান ওজন প্রায় ৩০ মণ। দাম চাওয়া হচ্ছে সাত লাখ টাকা। এবারে কোরবানির গরুর দাম আগের তুলনায় কম হওয়ায় ক্রেতারা সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকছেন। তবে এই গরুর মালিক ঘোষণা দিয়েছেন ভদ্রবাবু’র সঙ্গে ১০ হাজার টাকা দামের একটি খাসি ফ্রি দেওয়া হবে। তাই ক্রেতাদের নজর কাড়ছে এই গরু। রংপুরের গঙ্গাচড়ার গজঘন্টা ইউনিয়নের কিশামত হাবু গ্রামের তরুণ খামারি রওশানুল হক। বাড়ির গাভীর গর্ভে জন্ম নেওয়া এইচএফ জাতের এ ভদ্রবাবুকে গত তিন বছর অতিযত্নে লালন-পালন করেন তিনি। অত্যন্ত শান্ত প্রকৃতির হওয়ায় এর নাম দিয়েছেন ভদ্রবাবু। রওশানুল বলেন, পালিত গরুটির বয়স তিন বছর। কোনো ধরনের রাগ বা উদ্ভট আচরণ নেই। খাবার দেওয়া বা গোসল করানোর সময় কোনো নড়া-চড়া করেনা। যেভাবে চাই সেভাবে কথা শুনে। এমনকি ওর পিঠেও উঠতে দেয়। এর ভাল আচরণের জন্য নাম দিয়েছি ভদ্রবাবু। গরুটির ওজন প্রায় ৩০ মণ হবে বলে ওই খামারি জানান, এবার কোরবানির ঈদে বিক্রির জন্য ঘোষণা দাম চেয়েছেন সাত লাখ টাকা, সঙ্গে একটি ১০ হাজার টাকার খাসি ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে তিনি। কিন্তু বর্তমান করোনাকালে গরুর দাম কমে যাওয়ায় অনেক ক্রেতার দাম হাঁকছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা। দাম পছন্দের মধ্যে হলে ঘোষণা ঠিক রেখে ভদ্রবাবুকে বিক্রি করবেন তিনি। SHARES সারা বাংলা বিষয়: