করোনায় মারা গেলেন ডা. আব্দুল্লাহ আল ফারুক

প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে এবার বিদায় নিলেন দেশের প্রথিতযশা শল্য চিকিৎসাবিদ ও পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টি আই এম আব্দুল্লাহ আল ফারুক।

তিনি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় করোনাভাইরাস সংক্রমণজনিত জটিলতায় রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর সহধর্মিণী খ্যাতিমান গাইনোকোলজিস্ট অধ্যাপক ডা. কোহিনুর বেগম।

অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল ফারুক একাধারে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য, সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের পর্যায়ক্রমে মহাসচিব ও সভাপতি এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সহসভাপতি ছিলেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. আব্দুল্লাহ ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।